সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার পাঁয়তারা করছে
উপজেলা প্রকল্প বাস
চাঁদপুরের কচুয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি জাতীয় পত্রিকায় অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকৃতপক্ষে একটি স্বার্থন্বেষী মহলের ইন্ধনে অফিসের সুনাম এবং সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হীন প্রয়াসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ সকল ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবী কর্মকর্তার।
কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার পাঁয়তারা করছে। এমনকি গত কয়েকদিন ধরে দু’তিনটি জাতীয় পত্রিকা ও কয়েকটি অনলাইন সংবাদে আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে,ইহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল অফিসের সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ অপ-প্রচার করছে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি নির্ভূল তথ্যের মাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি।