চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি: বাড়ছে বন্যার পানি ও জলাবদ্ধতা
টানা তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে চাঁদপুরে। বাড়ছে জলাবদ্ধতা ও নোয়াখালী-কুমিল্লা-লক্ষীপুর থেকে নেমে আসা বন্যার পানি। জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যার পানি হলেও ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ ও আতংকের মধ্যে লক্ষাধিক মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে জেলায় ৪৪০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৫ সহস্রাধিক মানুষ উঠেছে। তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৩০ টি পরিবার। সেখানে তিন জন অসুস্থ রয়েছেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীর আরাফাত জানান, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাউল বিতরণ করা হচ্ছে। উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি। বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রসাশন থেকে সহযোগীতা করা হচ্ছে।
জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ বলেন, চাঁদপুরে ইতোমধ্যে ৪৯টি ইউনিয়ন পানিবন্দি হয়ে দুর্ভোগে আছেন। প্রশাসন থেকে ১৪১ মেট্টিক টন চাউল ও নগদ সাড়ে ৬ লাখ টাকা বিতরণসহ শুকনো খাবার দেয়া হয়েছে। এছাড়া ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।