চাঁদপুরে বৃক্ষমেলার উদ্বোধন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৩:০৪
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৩, ২০২৪ | ৩:০৪
Link Copied!

চাঁদপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা ২০২৪ উদ্বোধন করা হয়েছে। মেলায় মোট জেলার ২২ টি স্টল অংশগ্রহণ করেন।

১৩ জুলাই (শনিবার) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

মেলার স্টলগুলোতে কয়েক জাতের আমসহ ফলজ ও বনজ গাছের ২ শতাধিক  গাছের চারা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ডঃ মোঃ সাফায়েত আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

এছাড়া দর্শনার্থী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ বৃক্ষ মেলায় ২’শ প্রজাতির অধিক ফলজ, মনোজ ও ঔষধি গাছ রয়েছে। জনগণ চাহিদা মত চারা পাবে এবং সুলভ মূল্যে তা সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রাখার জন্য ও জীব বৈচিত্র্য কে টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি।

ওই সময় তিনি বলেন, চাঁদপুর জেলার মধ্যে চরাঞ্চলের জমিগুলো রয়েছে সেই জমিগুলো রক্ষা করার জন্য এবং নদীর তীর রক্ষা করার জন্য নদীর তীরে অনেক পরিমাণে গাছ লাগানো দরকার।

ওই সময় তিনি জেলার মানুষকে নদীর তীরে নিজ উদ্যোগে বৃক্ষ রোপণ করার আহবান জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঁদপুর মডেল থানায় ছাত্রদের হট্টোগল: শতাধিক ব্যাক্তির নামে মামলা ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচছা খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক ব্রাজিল যেন শুধু হারতেই মাঠে নামে আইফোন ১৬ সিরিজে নতুন কী আছে? মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট