পদ্মায় পানি বৃদ্ধি, তীব্র ভাঙনের কবলে চাঁদপুরের রাজরাজেশ্বর এলাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৬:৫৫
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৪ | ৬:৫৫
Link Copied!

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভাঙন শুরু হয়েছে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। গত কয়েক দিনের পানি বৃদ্ধির কারণে বহু পরিবার ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। এখনও ভাঙন হুমকিতে রয়েছে ইউনিয়ন পরিষদের উত্তর পাশে, মাল কান্দি, চোকদার কান্দি, ঢালী কান্দি এলাকার পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি। এতে আতঙ্কের মধ্যেই দিনরাত পার করছেন ভাঙন হুমকিতে থাকা লোকজন। কয়েকবছর পূর্বে একমাত্র সাইক্লোন সেন্টারটিও নদীগর্ভে বিলিন হয়ে গেছে।

 

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে, মাল কান্দি, চোকদার কান্দি, ঢালী কান্দির কয়েকটি পরিবার তাদের বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং কেটে নিচ্ছেন জমির গাছ। এদের কেউ কেউ একাধিকবার নদীভাঙনের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

 

ভাঙনের শিকার কয়েকজন বলেন, বেশ কয়েকবার আমারা নদীভাঙনের শিকার হয়েছে। এখন বসতবাড়ি নদীভাঙনের মুখে পড়লে আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। নদীতে পানি বৃদ্ধি পেলে ভাঙন বেড়ে যায়। তাই নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চান তারা।

 

বিজ্ঞাপন

ভাঙনে ক্ষতিগ্রস্ত হানিফ বলেন, ‘আগেও নদীতে বাড়ি ভাঙছে। নদীর পানি বাইড়া আবারও বাড়ি ভাইঙা যাওনের পথে। আগে ভাইঙা যাওনের পরে অন্যের জায়গায় ঘর তুলছি।’

 

স্থানীয়রা বলেন, ভাঙনে ইউনিয়নের ছয়টি ওয়ার্ডই পদ্মা নদীগর্ভে বিলীন হওয়ার পথে। নদীর স্রোত এবং অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের কারণে আমরা ভাঙন হুমকিতে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে ভাঙনের মুখে পড়া লোকজন কোথায় আশ্রয় নেবে?

 

রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, উজান থেকে প্রবল বেগে পানি চাঁদপুর হয়ে নদী দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হওয়ায় রাজরাজেশ্বর ইউনিয়নের চর এলাকায় মেঘনা ও পদ্মা নদীর মিলনস্থলে প্রচণ্ড ঢেউ এবং ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে, মাল কান্দি, চোকদার কান্দি, ঢালী কান্দিসহ বেশ কয়েকটি গ্রামের দুই শতাধিক পরিবারের বসতভিটা ভাঙন হুমকিতে রয়েছে। এছাড়া গত কয়েক বছরের ভাঙ্গনে একটি নবনির্মিত সাইক্লোনসেন্টার, কয়েকটি গণকবরস্থান, মসজিদ, ঈদগাঁ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছর নদীর পানি বৃদ্ধি পেলে লিখিতভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঁদপুর মডেল থানায় ছাত্রদের হট্টোগল: শতাধিক ব্যাক্তির নামে মামলা ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচছা খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক ব্রাজিল যেন শুধু হারতেই মাঠে নামে আইফোন ১৬ সিরিজে নতুন কী আছে? মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট