হাইমচরে ইয়াবা’সহ মাদক কারবারি আটক
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
হাইমচরে ১০ পিস ইয়াবা’সহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) রাতে চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর গ্রামের নাছির চৌকিদারের মুদি দোকানের সামনে থেকে মাদক কারবারি মেহেদী হাসান চৌকদারকে আটক করেন হাইমচর থানার এসআই সঞ্জিত কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
মাদক কারবারি মেহেদী হাসান চৌকদার উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এবং আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুরাইয়া আক্তারের ছোট ভাই।
জানা যায়, বোনের রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেহেদী হাসান এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। এছাড়া এলাকায় বেপরোয়াভাবে মাদকের কারবার করে।
এসআই সঞ্জিত কুমার রায় জানান, চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে— এমন গোপন খবরে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০ পিস মাদকসহ হাতেনাতে মেহেদী হাসান চৌকিদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক মেহেদী হাসানের নামে মাদক আইনে মামলা দায়ের করে চাঁদপুর জেলহাজতে প্রেরন করা হয়।