চাঁদপুরে করোনা আক্রান্ত মোট ৭৬ জন
চাঁদপুরে করোনা পরীক্ষার আর ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৪জনের রিপোর্ট ঢাকা থেকে এবং ১ জনের রিপোর্ট কুমিল্লা থেকে এসেছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬জন। আর মৃত্যুর পর একজনের পজিটিভ রিপোর্ট এসেছে । তাই পূর্বের ৪জনসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫জনে।
সোমাবর চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১০ জনের। এর মধ্যে ৪ জনের পজিটিভ, ৬জনের নেগেটিভ। আর ১জন নমুনা দিয়েছেন কুমিল্লায়। তার রিপোর্টও পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ২ জন, ফরিদগঞ্জের ২জন এবং শাহরাস্তির ১জন।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জের আক্রান্ত ব্যাক্তি শাহ আলম পাটওয়ারী (৬৫)। তিনি গত বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে আজকে রিপোর্ট আসার পরে জানাগেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এই পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রিপোর্ট পাঠানো হয়েছে ১১২৮জনের। রিপোর্ট এসেছে ৯৬৮ জনের। অপেক্ষমান রয়েছে ১৬০ জনের।