মতলব উত্তরে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ করেন শিল্পপতি নাসির উদ্দিন
মতলব উত্তর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে (শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম) বৃহস্পতিবার বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে আর্জেন্টিনা দল ৪-২ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি , ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া।
ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মজিবুর রহমান প্রধান, সাবেক কমিশনার আবদুল ওয়াদুদ মাষ্টার, মতলব মুক্তি কমপ্লেক্সের পরিচালক , সাংবাদিক , রোটারিয়ান আব্দুল লতিফ মিয়াজী, সমাজ সেবক আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা,ছেংগারচর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চানমিয়া বেপারী।
ধারা ভাষ্যকার ছিলেন সোহেল রানা মাষ্টার ও লোকমান হোসেন সরকার।
রেফারি ছিলেন সালা উদ্দিন আহমেদ। সহকারী রেফারি ছিলেন সবুজ ও তাজুল ইসলাম।