কচুয়ায় ঘর থেকে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের কচুয়ায় নিজ ঘর থেকে আহসান উল্লাহ (৩৫) যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ির নিজ ঘর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত আহসান উল্লাহ মৃত আব্দুল মতিনের ছেলে। সে বিতারা ইউনিয়ন যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, আশপাশের লোকজন আহসানের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঘরের ভিতর থেকে পঁচা গন্ধ পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
নিহত চাচাতো ভাই মাসুদ ভূইঁয়া জানান, আহসান’রা ৪ ভাই ১ বোন। তিনি ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। শুক্রবার আহসানের ঘর থেকে পঁচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে দেখতে পায় একটি মানুষের মাথা ও মুখবাঁধা এবং শরীরে কসটিপ পেঁচানো অবস্থায় পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করলে লাশটিকে আহসানের লাশ হিসেবে শনাক্ত করা হয়। পরে পুলিশ লাশটিকে থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।