হাজীগঞ্জে পানিতে পড়ে ১ ব্যক্তির মৃত্যু
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা গ্রামে দুলাল মিয়া( ৫০) নামে এক ব্যক্তির পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সে কাঁকৈরতলা গ্রামের আলী আহমদের ছেলে। দুলাল ৩ মেয়ে ১ ছেলের জনক।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা নেছার আহমদ চৌধুরী। তিনি জানান, দুলাল মিয়া মঙ্গলবার বিকালে গ্রামের রাস্তায বন্যার পানিতে হাটছিলেন। হটাৎ করে তিনি পানিতে লুটিয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। হাজীগঞ্জ থানার অফিসার ইন চার্জ আবদুর রশিদ জানান, মৃত্যর বিষয়টি নিশ্চিত হয়েছি। সে মুগী রুগী ছিলেন বলে জানিয়েছে পরিবার। যথাযথা আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।