ইকরাম চৌধুরীর মৃত্যুতে মতলব প্রেসক্লাবে শোকসভা ও দোয়া
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও জাগো নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর মৃত্যুতে মতলব প্রেসক্লাবের আয়োজনে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
১২ আগস্ট বুধবার বাদ আছর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা ও দোয়ার অনুষ্ঠান হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ- সভাপতি আক্তারুজ্জামান,সহ- সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান,কোষাধ্যক্ষ পলাশ রায়, সম্মানিত স্থায়ী সদস্য ও দৈনিক চাঁদপুর প্রতিদিন প্রতিনিধি মোশারফ হোসেন তালুকদার, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,বাংলাদেশ নিউজ টাইম প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার প্রমুখ।
পরে তাঁর আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক।