চাঁদপুরে আরও ১৪ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ১৪জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯৯জন। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬৬জন। সুস্থ্য হয়েছেন ৭০২জন।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৫৬টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ১৪টি এবং নেগেটিভ রিপোর্ট ৪২টি।
নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬জন, হাইমচরে ৪জন, মতলব উত্তরে ৩জন ও মতলব দক্ষিণে ১জন।
সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২৯৯জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫০৩, হাইমচরে ৯৭, মতলব উত্তরে ৮৪, মতলব দক্ষিণে ১৫০, ফরিদগঞ্জে ১৪৯, হাজীগঞ্জে ১৩০, কচুয়া ৫৪ ও শাহরাস্তি ১২৮জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।