চাঁদপুরের পুলিশ সুপার করোনা আক্রান্ত
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম করোনা আক্রান্ত হয়েছেন। ৩০ জুন মঙ্গলবার চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাকালে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা করোনা সংক্রমণরোধে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তিনি জানান, গত দু’ দিন আগে পুলিশ সুপার তার নমুনা দেন। গত রাতে ঢাকা থেকে জানানো হয়েছে তিনি করোনা পজেটিভ। আজ দুপুরে তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন।
তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ২০ তম বিসিএস (পুলিশ) ক্যাডার পেয়ে বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।