হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেল থেকে নেয়া হালিমে ‘পোকা’
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ বাজারের প্রিন্স হোটেল থেকে নেয়া হালিম খেতে গিয়ে পোকা পেয়েছে এক ক্রেতা। সোমবার ওই ক্রেতার পরিবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেছেন।
হুবহু তা তুলে ধরা হলো-
হাজীগঞ্জ এর একটি বিখ্যাত হোটেল( প্রিন্স)
নামের কি বাহার আর কাজ হচ্ছে 🤬
সারাটা দিন রোজা রেখে ইফতারিতে হালিম খাবে বলে আপু কিনে এনেছে। আর হালিমে এই জঘন্য জিনিস টি চোখে পড়লো!
দেখে আগে বমি করছি, সাধ্য থাকলে এই মুহূর্তে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতাম।
খাবারের নামে এসব কি খাওয়াচ্ছে মানুষকে!
দাম রাখতে তো কম রাখে না খাবারের তাহলে খাবার এর মান এতো নিচু কেনো? আজ চোখে পরলো বলে বুঝলাম, তাহলে আমাদের চোখের আড়ালে না জানি আর কি হয়?
তবে খাবারের নামে যারা মানুষকে এসব খাওয়ায় এগুলা মানুষ না জানোয়ার, 🤬🤬🤬🤬🤬
রমযান মাসেও এদের এই রকম কাজ ছি ছি 🤬🤬