চাঁদপুরে বাবা-ছেলের মাদক ব্যবসা: যৌথ বাহিনীর অভিযানে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৪ | ২:০৫
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৪ | ২:০৫
Link Copied!

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বাবা ও তার ২ ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০টি মুঠোফোনসহ বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এবং মাদক পরিমাণে একটি ডিজিটাল মেশিন।

আটককৃতরা হচ্ছেন- শাহজাহান গাজী (৫৫), তার ২ ছেলে ফয়েজ গাজী (২৫) ও পারভেজ গাজী (২২)।

 

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে সেনা বাহিনী, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার বহরিয়ার শ্রীরামপুরে আলোচিত মাদক কারবারি শাহজাহান গাজীর বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচায় বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয় এমন ১০টি মুঠোফোন, বিপুল পরিমাণ গাঁজা ও ১২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

জানা গেছে, আটক ৩ জনকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানায় মামলা দায়ের করের তাদের জেলহাজতে পাঠানো হয়।

চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব জানান, শাহজাহান গাজী তার ২ ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ কিংবা অভিযোগ দিতে সাহস পায়নি। তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি এই চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম