ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির
আহ্বায়ক শামীম হাসান নিশানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধানুয়া সালেহীয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ফরিদগঞ্জ বাজারের ১ টু ৯৯ মার্কেটের প্রতিষ্ঠাতা ব্যাবসায়ী মোঃ ইসমাইল গাজী।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রম্য বিতর্ক অনুষ্ঠানে কবিরাজ, ঘটক, রাধুনী, মেকাপ সুন্দরী, দালাল, কাজের বুয়া, টিকটকার চরিত্রে বক্তব্য উপস্থাপন করে বিতার্কিকরা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কুইজ প্রতিযোগীতা, উপস্থিত বক্তব্য, দেশাত্মবোধক গান ও কাছিটানা প্রতিযোগীতা আয়োজন করা হয়।
সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির সদস্য সচিব আল-আমীন গাজী মানিক জানান, আমরা এবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানুয়া এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করিছি। এছাড়া এবছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সংগঠনের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণ সহ নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।