শহিদদের নামে প্রতি উপজেলায় স্টেডিয়াম: ক্রীড়া উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৪:২১
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২৪ | ৪:২১
Link Copied!

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম তৈরি করা হবে। এসব স্টেডিয়ামের নাম সেই উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের নামে নামকরণ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরও সময় লাগবে। এখনো গণকবরের সন্ধান মিলছে। জুলাই-আগস্টের গণবিপ্লবের ইতিহাস ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে একটি অধ্যায় যুক্ত করা হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, এই মাঠের নামকরণ করা হয়েছে শহিদ ফারহান খেলার মাঠ। কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নাম করেছি শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইলের জেলা স্টেডিয়ামের নাম করা হয়েছে পুলিশের গুলিতে শহিদ হওয়া মারুফের নামে। ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এই ২২০টি স্টেডিয়ামের নাম সেই উপজেলার শহিদের নামে নামকরণ করা হবে।

শহিদের ত্যাগ এবং রক্তের মূল্য কখনো পরিশোধ করা সম্ভব হবে না মন্তব্য করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান প্রদর্শনের সুযোগ আছে, সেটা আমরা করার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থান অন্তর্ভুক্তি নিয়ে এই উপদেষ্টা বলেন, আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের পাঠ্যপুস্তকে যেন জুলাই গণঅভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম পড়তে পারে সেই জন্য শহিদদের গল্পগুলো তুলে ধরতে পারি, সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে নিচ্ছে। তবে ২০২৫ সালের যে পাঠ্যপুস্তক আসছে, সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো ততটা দৃশ্যমান করা সম্ভব হয়নি। একটা চ্যাপ্টার আমাদের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেইখানে আমাদের শহিদদের স্মৃতি কথা লেখা থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম জুলাই অভ্যুত্থানের শহিদের আত্মত্যাগ যেন হারিয়ে না যায়। সে চেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন।

এসময় উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্লাহ (এফসিএমএ), শহিদ ফারহান ফাইয়াজের মা মিসেস ফারহানা দিবা।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম