অনুমতি ছাড়া ওরস করায় মাজার পরিচালনা কমিটিকে জরিমানা
রকারি সিদ্ধান্ত অমান্য করে মাজার শরীফে ওরসের আয়োজন করায় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কথিত সিরাজ পাগলার মাজার পরিচালনা পরিষদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাজার কর্তৃপক্ষকে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক লুবনা ফারজানা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাত ৯টার দিকে তিনি উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামের ওই মাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই মাজারে প্রচুর লোকের সমাগম দেখতে পান। তখন তিনি ওরস কার্যক্রম বন্ধ করে মাজারের খাদেম তাজুল ইসলাম এবং কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ফুল মিয়াকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরসহ পরিচালনা পরিষদের সভাপতি মোমেন