হামলার অভিযোগে মতলব উত্তরের আ. লীগ নেতা’সহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৪ | ৫:৫৩
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৪ | ৫:৫৩
Link Copied!

বিএনপি নেতাদের ওপর হামলার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ কুদ্দুসসহ ২০৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মতলব উত্তর থানায় শুক্রবার রাতে সুজাতপুর গ্রামের আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন। 

মামলায় মতলব উত্তর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য সাজেদুল হাসান বাবু (বাতেন), ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদসহ ৫৬ জনের নাম উল্লেখ্য করে আর ১৫০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামে বিএনপি নেতাদের ওপর আসামিরা হামলা করে। এতে শাকিল, মোফাজ্জাল, আমির হোসেন, প্রান্ত, কাউসার আহত হন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক মামলার কথা স্বীকার করে বলেন, সুজাতপুর গ্রামের হামলা মারধরের ঘটনায় থানার মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন ট্রাম্পের ঘাঁটিতে এগিয়ে কমলা চাঁদপুরে ক্রেতা-বিক্রেতায় সরগরম ইলিশের আড়ত শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ ডিম ছাড়ার পরের ইলিশ নিয়ে চলছে গবেষণা নিষেধাজ্ঞা উঠতেই বাজারে ইলিশ, সাইজ ছোট দাম বেশি অনৈতিক কর্মকান্ড, অর্থ লোপাট’সহ অনিয়মের ফিরিস্তি ফাঁস দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা চাঁদপুরে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের জনতার বাজার হাজীগঞ্জ তারালীয়ায় বিএনপির সম্মেলন হাজীগঞ্জে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা সুপারি নিয়ে ঝগড়া, ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চাঁদপুরে ৩০ বছর পর পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এসবি খাল সেচ্ছাসেবক দলের সভাপতির পিতার দাফন সম্পন্ন হাজীগঞ্জে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হাজীগঞ্জে শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা মতলব উত্তরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু