বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪ | ৪:২৪
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪ | ৪:২৪
Link Copied!

আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের প্রস্তুতি সারতে আরও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

নভেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। এবার স্থগিত হওয়া সিরিজের তিনটি ওয়ানডে খেলবে তারা।

বিজ্ঞাপন

 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। শুরু হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে আগামী ৯ ও ১১ নভেম্বর।

 

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

 

এর আগে বিসিবি জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। পুরো সিরিজই হবে দেশের বাইরে। পরে এসিবি ২৫ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে ভারতের গ্রেটার নয়ডায় এই সিরিজ আয়োজনের কথা জানায়।

 

যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পরে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজটি স্থগিত করে দেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ওয়ানডে সিরিজটা নভেম্বরে খেলতে দুই দল।

 

আফগানিস্তান সিরিজ শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে টাইগাররা। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা”পেলেন ইউনুস মাহমুদ আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালী ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন চরমোনাইর নমুনায় চাঁদপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী মাহফিল তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে : আবদুস সালাম  রাজারগাঁও এ বিপ্লব ও সংহতি দিবস পালিত বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ হাজীগঞ্জে উচ্ছেদ অভিযানে একজনের ৭ দিনের কারাদণ্ড আবারও শাহরুখ খানকে হত্যার হুমকি চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেয়ার আহমেদ বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবে দেশ গড়তে হবে: ড. ইউনূস সম্পর্ক ভাঙার পরে কী করবেন? জলাবন্ধতা নিরসনের দাবীতে ইউএনও’র কাছে লেখক ফোরামের স্মারকলিপি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন মামলার কারন জানেন না অপু বিশ্বাস! বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ আদালতে আমুর আইনজীবীকে পিটুনি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পিতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ