ফরিদগঞ্জে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে স্মারকরিপি প্রদান

ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৪ | ৪:২০
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৪ | ৪:২০
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর যুক্ত স্মারকরিপি প্রদান করা হয়েছে।

গতকাল রোববার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও
মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আজ সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ওই কলেজের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মৌলি মন্ডলের কাছে অধ্যক্ষ হরিপদ দাসের অপসারণ চেয়ে স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বিক্ষুব্ধরা এক দফা এক দাবি, দুর্নীতিবাজ অধ্যক্ষ  হরিপদ দাসের পদত্যাগের দাবী জানিয়ে নানান স্লোগান দিতে
থাকে। পরে অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয় তুলে ধরেন বক্তারা।

বিজ্ঞাপন

তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে কলেজের অধ্যক্ষ হরিপদ দাস
নিজেকে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচয় দিতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি থানা থেকে পুলিশ
এনে শিক্ষার্থীদের হয়রানি করতেন।

এ সময় উক্ত কলেজের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক মো. হারুনুর রশিদ, ড.  আসাদুজ্জামান, মাওলানা হেলাল আহমেদ,খোরশেদ আলম চৌধুরী, অভিভাবক মোবারক হোসেন কালু, শিক্ষার্থী মো. রাসেল হোসেন, ইসরাত জাহান, মো. নাহিদসহ আরো অনেকেই বক্তব্য রাখেন ।

বিজ্ঞাপন

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষকরা একটি স্মারকলিপি পেয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬ আগস্ট থেকে গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস কলেজে অনুপস্থিত ও আত্মগোপণে থাকায় তার বক্তব্য পাওয়া
যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে : সমন্বয়ক কাদের চাঁদপুরে বিডিআর সদস্যদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া অর্ধেক করার দাবি হাজীগঞ্জে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন করলো ছেলে চাঁদপুর মডেল থানায় ছাত্রদের হট্টোগল: শতাধিক ব্যাক্তির নামে মামলা ফরিদগঞ্জের পাইকপাড়ায় বিএনপির মতবিনিময় সভা মতলব উত্তরে ঘরে ঘরে কদর বেড়েছে লাকড়ি চুলার চাঁদপুর আল-মানার হাসপাতালে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বহিষ্কার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের ফুলেল শুভেচছা খালি বাসা পেয়ে ফ্রিজের মাংস রান্না করে খেয়ে সব লুটে নিলো চোর বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা জানালেন স্বাস্থ্য সচিব দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চাঁদপুর জেলা শাখার কমিটির অনুমোদন চাঁদপুরে লোডশেডিংয়ে নাকাল জনজীবন, মিলছে চাহিদার অর্ধেক ব্রাজিল যেন শুধু হারতেই মাঠে নামে আইফোন ১৬ সিরিজে নতুন কী আছে? মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ শেখ পরিবারের সদস্যদের নামে পূর্বাচলে প্লটের বরাদ্দ বাতিলে রিট