শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপম।
২৩ আগষ্ট শুক্রবার উপজেলা বিএনপির বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সহ-সভাপতি মনোনীত করা হয়। ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আবু ইউসুফ রুপম টামটা উঃ ইউনিয়নের বলশিদ গ্রামের বাসিন্দা।
ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দলীয় সকল কর্মসূচিতে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়াও হামলা মামলায় জর্জরিত নেতা-কর্মীদের সাথে থেকে সকল প্রকার সহযোগিতা করছেন তিনি। আগামী দিনগুলোতে নেতাকর্মীদের সাথে নিয়ে শাহরাস্তি উপজেলা বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আবু ইউসুফ রুপম।