নিখোঁজ ফারুকের খোঁজে দিশেহারা পরিবার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২, ২০২৪ | ১০:৪৮
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২, ২০২৪ | ১০:৪৮
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বজনের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে ফারুক হোসেন (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থান থেকে রুস্তুমপুর গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বুধবার (৩১ জুলাই) ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৬০৭) করেন তার ভাই রাকিবুল ইসলাম।

ফারুক হোসেন ফরিদগঞ্জ পৌরসভাধীন কাছিয়াড়া গ্রামের মো. নুরুল ইসলাম ও রহিমা খাতুন দম্পতির বড় ছেলে। প্রতিবন্ধি না হলেও মানসিকভাবে সহজ সরল প্রকৃতির লোক ফারুক হোসেন।

বিজ্ঞাপন

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ( ২৭ জুলাই) সন্ধ্যায় একই উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে ফিরে না আসায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করা হয়। এরপর কোনও সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ফারুক হোসেসের ভাই রাকিব হোসেন বলেন, নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজ করেও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা ফেসবুকে পোস্ট ও বিভিন্ন স্থানে লিফলেট ও মাইকিং করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ আমাদের ভাইকে খুঁজে দিন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ফারুক হোসেনের খোঁজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সব থানায় তার নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে। অবস্থান নিশ্চিত হলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

কেউ ফারুক হোসেনের সন্ধান পেলে তার ভাই রাকিব হোসেন ০১৬২৮০৫৯৪৩৯ নম্বরে অথবা ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার ০১৩২০১১৬১৩২ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা”পেলেন ইউনুস মাহমুদ আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালী ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন চরমোনাইর নমুনায় চাঁদপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী মাহফিল তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে : আবদুস সালাম  রাজারগাঁও এ বিপ্লব ও সংহতি দিবস পালিত বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ হাজীগঞ্জে উচ্ছেদ অভিযানে একজনের ৭ দিনের কারাদণ্ড আবারও শাহরুখ খানকে হত্যার হুমকি চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেয়ার আহমেদ বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবে দেশ গড়তে হবে: ড. ইউনূস সম্পর্ক ভাঙার পরে কী করবেন? জলাবন্ধতা নিরসনের দাবীতে ইউএনও’র কাছে লেখক ফোরামের স্মারকলিপি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন মামলার কারন জানেন না অপু বিশ্বাস! বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ আদালতে আমুর আইনজীবীকে পিটুনি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পিতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ