নিখোঁজ ফারুকের খোঁজে দিশেহারা পরিবার
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বজনের বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে ফারুক হোসেন (৪২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের বেলতলা নামক স্থান থেকে রুস্তুমপুর গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে বুধবার (৩১ জুলাই) ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৬০৭) করেন তার ভাই রাকিবুল ইসলাম।
ফারুক হোসেন ফরিদগঞ্জ পৌরসভাধীন কাছিয়াড়া গ্রামের মো. নুরুল ইসলাম ও রহিমা খাতুন দম্পতির বড় ছেলে। প্রতিবন্ধি না হলেও মানসিকভাবে সহজ সরল প্রকৃতির লোক ফারুক হোসেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ( ২৭ জুলাই) সন্ধ্যায় একই উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়িতে ফিরে না আসায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করা হয়। এরপর কোনও সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ফারুক হোসেসের ভাই রাকিব হোসেন বলেন, নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজ করেও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা ফেসবুকে পোস্ট ও বিভিন্ন স্থানে লিফলেট ও মাইকিং করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ আমাদের ভাইকে খুঁজে দিন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ফারুক হোসেনের খোঁজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সব থানায় তার নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে। অবস্থান নিশ্চিত হলে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেউ ফারুক হোসেনের সন্ধান পেলে তার ভাই রাকিব হোসেন ০১৬২৮০৫৯৪৩৯ নম্বরে অথবা ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার ০১৩২০১১৬১৩২ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।