`সহিংসতায় আহতেরা যে দলেরই হোক সরকার চিকিৎসার দায়িত্ব নেবে’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৪ | ১১:৩৭
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৪ | ১১:৩৭
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার‍ ঘটনায় আহতেরা যেই দলেরই হোক না কেন সরকার তাদের চিকিৎসার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আহতদের দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সরকারপ্রধান এসব কথা বলেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সাম্প্রতিক সহিংসতায় দলমত নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার।’

‘দেশের আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন’‘দেশের আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন’
এরআগে, আজ শুক্রবার সকালে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে (বিটিভি) চালানো ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বিটিভি পরিদর্শনের সময় শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের ওপর হাত দেয়নি বা কেউই কখনো দেয়নি। কিন্তু আজকে এই টেলিভিশন সেন্টারকে যারা এভাবে পোড়ালো, একটা কিছু নেই যে তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। তাহলে এরা কারা? এরা কী এদেশেরই মানুষ? এদের কি এই দেশেই জন্ম? একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল যেটা ছিল সারা বিশ্বের প্রতিটি বাঙালির কাছে একটা সম্পদ, সেটাকে ধ্বংস করল। যার মাধ্যমে মানুষ অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত। আজ সেটা বন্ধ। আবার সেই যানজট, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। আর এই টেলিভিশন সেন্টারে তারা যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যেসব জিনিস মানুষের সেবা করে মানুষের জন্য কাজ করে সেই জায়গাগুলোতেই আঘাত। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও আগুন দিয়ে পোড়াল। গাড়িগুলো, এমনকি জাপান থেকে আনা অত্যাধুনিক সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলো পুড়িয়েছে, পানি শোধনাগারে হামলা করতে গেছে, পয়ঃশোধনাগারে হামলা—এটা কি হচ্ছে? কি তাদের মানসিকতা?

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
“রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা”পেলেন ইউনুস মাহমুদ আমাদের হাতে কোরআন-হাদিস দেখলেই বলতো জঙ্গি: জেলা জামায়াতের আমির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহরাস্তিতে বর্ণাঢ্য র‍্যালী ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন চরমোনাইর নমুনায় চাঁদপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী মাহফিল তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে : আবদুস সালাম  রাজারগাঁও এ বিপ্লব ও সংহতি দিবস পালিত বিএনপির মূল উদ্দেশ্য জনগণের ভোট নিশ্চিত করা: লায়ন হারুনুর রশিদ হাজীগঞ্জে উচ্ছেদ অভিযানে একজনের ৭ দিনের কারাদণ্ড আবারও শাহরুখ খানকে হত্যার হুমকি চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে বিক্ষোভ চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পেয়ার আহমেদ বিশ্ব যেন আমাদের কাছে আসে সেভাবে দেশ গড়তে হবে: ড. ইউনূস সম্পর্ক ভাঙার পরে কী করবেন? জলাবন্ধতা নিরসনের দাবীতে ইউএনও’র কাছে লেখক ফোরামের স্মারকলিপি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন মামলার কারন জানেন না অপু বিশ্বাস! বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ আদালতে আমুর আইনজীবীকে পিটুনি সাংবাদিক খালেকুজ্জামান শামীমের পিতার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ