চাঁদপুরে মোটরসাইকেল কেড়ে নিলো দুই বন্ধুর প্রাণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম(২০) নামের এক জনের ঘটনাস্থলে নিহত অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আহত মেহেদী হাসান।
বুধবার (১০ জুলাই) দুপুরে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ এ দুর্ঘটনা ঘটে।
তাদের বাড়ি পাশ্ববর্তী হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহর থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেরই মাথায় আঘাত পায়। দ্রুত লোকজন ছুটে এসে তাদের চাঁদপুর সদর হাসলপাতালে নেয়। চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত মেহেদী হাসানকে ঢাকায় প্রেরণ করে।
পরিবার সুত্রে জানা গেছে, ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় মেহেদী হাসানের।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক সেলিম উল্যাহ জানান, মোটরসাইকেলটির কোন রকম সংঘর্ষের চিহ্ন পাওয়া জায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।