জাতির পিতা নিয়ে কিছু কথা
শেখ মুজিবুর রহমানকে বাংঙ্গালী জাতির পিতা বলা হয়। মুসলিম কিংবা দুনিয়ার পিতা বলা হয় না। এবার বলুন পিতার বিশ্লেষণ কি?
পিতা মানি অভিবাবক সহ অনেক অর্থই বুঝানো যায়।।
আমরা বাবাকে পিতা বলি। শুশুরকে ও পিতা বলি।
আবার অনেকে সন্মান করে অনেক মুরুব্বিকে বাবা বা পিতা বলে সম্মোদন করেন।
এখন কথা হলো আমাদের দেশের সাধীনতা সংগ্রামে অভিবাবক হিসাবে শেখ মুজিবুর রহমান ছিলেন। তাই তাঁকে ভালবাসার সম্মান সরূপ পিতা বলা হয়। কারণ হাজার বছরেও এই জাতীর কোন নিজস্ব দেশ ছিল না। বছরের পর বছর সংগ্রাম-সাধনা ১৯৫২,৫৫,৬২,৬৭,৬৯,১৯৭১ অনেক ত্যাগ-জেল-জুলুম এর বিনিময়ে তাঁর সুযোগ্য নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
জাতির পিতা- এটা কোন সাংঘর্ষিক বিষয় না। তাই কোন দেশে ইসলামী দল ক্ষমতায় আসলেও এই নিয়ে কিছু করে না। যেমন-তুরস্ক-এরদোয়ান,,পাকিস্তান-ইমরান খান। (ওইসব দেশেও জাতীর পিতা আছে) ইসলামী দল ক্ষমতায়। কিন্ত এই নিয়ে কোন কথা হয় না।
কথা হলো সাধারন মুসলমানদের এসব কথা বলে ইসলামী দলগুলো নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করে। এবং নিজেদের উদ্দেশ্য হাসিল করার ভাবনায় এসব অপরাজনীতি করে মানুষকে বিভ্রান্তি করে তোলে।
আমরা এই সমাজটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে চাই।যেখানে কোন হীন মনমানষিকতা থাকবে না। থাকবে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার অংঙ্গীকার।