চাঁদপুরে রাজত্ব করছে দক্ষিণাঞ্চলের ইলিশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১০:২৬
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২০ | ১০:২৬
Link Copied!
চাঁদপুরে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের পদ্মা-মেঘনার ইলিশ জেলেরা ফিরছে শূন্য হাতে। ফলে ইলিশের বাড়ি চাঁদপুরে এখন রাজত্ব করছে দক্ষিণাঞ্চলের ইলিশ। চাঁদপুর মাঠঘাটে ইলিশে ভরপুর দেখা গেলেও মূলত এসব চাঁদপুরের ইলিশ নয়। বরিশাল, ভোলা এবং সন্দীপসহ দক্ষিণাঞ্চলের ইলিশেই সয়লাব এখন চাঁদপুরের ইলিশের বাজার।
চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই চাঁদপুরের দক্ষিণ উপকূল নদী থেকে ট্রলারবোঝাই করে আসছে বিভিন্ন সাইজের ইলিশ। সড়ক পথেও ট্রাক, মিনি ট্রাক ও পিকআপ ভ্যানে দক্ষিণাঞ্চলীয় ভোলা, হাতিয়া, চর আলেকজান্ডার, চর ফেশন, লক্ষীপুরের কমলনগর থেকে আসছে বিপুল পরিমাণ মাছ। শ্রমিকরা ঘাটে আসা ইলিশ টুকরিতে ভরে আড়তে তুলে বড় বড় স্তূপ করে সাজিয়ে রাখছিলেন। যা পাইকারদের হাত বদল হয়ে ককসেটের প্যাকেটজাত হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। তবে এখানে আসা বেশিরভাগ খুচরো ক্রেতারা চাঁদপুরের ইলিশ ভেবে এসব ইলিশ কিনে প্রতারিত হচ্ছেন। চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ বন্দুকসি জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনায় আসানুরুপ ইলিশ ধরা পড়ছে না। যে অল্পসংখ্যক ইলিশ ধরা পরে তা বিক্রি হয় চওড়া দামে।
ফলে দক্ষিণাঞ্চলের ইলিশ চাঙ্গা রাখছে চাঁদপুর মাছঘাট।বরিশাল, ভোলা এবং সন্দীপসহ দক্ষিণাঞ্চলের এইসব ইলিশ চাঁদপুরের স্থানীয় বাজারে লোকাল ইলিশ বলে বিক্রি হয়। এতে দামও বেশি পাওয়া যায়। চাঁদপুর মাছঘাটের পাইকারি আরতদার ইকবাল হোসেন পাটওয়ারী জানান, চাঁদপুরের নদীতে ইলিশের দেখা না পাওয়ায় জেলেদের পাশাপাশি আমরাও হতাশ। কারণ প্রতিটে জেলেকে আমরা লক্ষ লক্ষ টাকা দাদন দিয়ে রেখেছি। এখন দক্ষিণাঞ্চলের ইলিশের জন্যেই আমরা কিছুটা হলেও স্বস্তিতে আছি। মাছঘাটের ব্যবসায়ীরা কর্মব্যস্ত সময় পার করছি। মাছ ঘাটের শ্রমিক বাবুল জানায়, এই ঘাটে ৫ থেকে ৬শ’ শ্রমিক কাজ করে থাকে। প্রতিদিন শতশত মন ইলিশ আসে উপকূল থেকে। তবে চাঁদপুরের ইলিশ খুব একটা আসে না। এদিকে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁদপুরে নিবন্ধিত জেলে রয়েছেন ৫২ হাজার ১৯০ জন। এর মধ্যে অধিকাংশ জেলেই পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে।
তারা মা ইলিশ ও জাটকা রক্ষায় দুই বারের অভয়াশ্রমকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকলেও মৌসুমি কিছু অসাধু জেলে রাতের আঁধারে অবাদে মা ইলিশ ও জাটকা নিধন করে থাকে। যার ফলে ভরা মৌসুমেও চাঁদপুরের নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। তবে আশার কথা জানিয়েছেন চাঁদপুর মৎস্য গবেষণা ইন্সটিটিউটে কর্মরত ইলিশ গবেষক ড. মো.আনিসুর রহমান। তিনি বলেন,‘ ইলিশের মৌসুম সামনে (আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে) আসছে। এবারের ইলিশ হবে সুস্বাদু। কারণ আমরা নদীর পানি পরীক্ষা করে দেখেছি এবার করোনার কারণে দীর্ঘসময় লকডাউনের ফলে নদীতে যানবাহন চলাচল বন্ধ থাকায় নদীর পানির দূষন কমে গেছে। তাই ইলিশসহ অন্যান্য মাছ বিচরণ করতে পেরেছে অনায়াসে, নির্ভয়ে। ফলে মাছের খাদ্য আহরণের জন্য নদীর অবস্থা বেশ ‘কনজেনিয়েল কনডিশন’ বিধায় এবারের ইলিশ হবে বেশি সুস্বাদু|

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘মিঠা পানিতে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’ দুষ্কৃতিকারীরা রাতে বিদ্যুৎ না থাকার সময়টা বেছে নেন: জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করবো: তানভীর হুদা  এইচএসসি ও সমমানের ফল ১৫ অক্টোবর চাঁদপুরে অবৈধ অস্ত্র’সহ পাঁচ সন্ত্রাসী গ্রেফতার  সকলে ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে: জেলা প্রশাসক বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস মতলব উত্তরে সম্প্রতি সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা: জেলা প্রশাসক আলাউদ্দিন আরিফ সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন  হাজীগঞ্জে ২৯ মন্ডপে হবে দুর্গাপূজা: সভা মঙ্গলবার  অস্ট্রেলিয়ায় সন্তান নিহত হলেও বাবা-মা জানেন হাসপাতালে ভর্তি কচুয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত সড়ক এখন মরণ ফাঁদ! আমড়া নাকি জাম্বুরা, কোনটি বেশি উপকারী চাঁদপুরে ৪০ টাকায় বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম ৮-৩১ অক্টোবর তিন পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকার নির্দেশ আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে: শারমিন মুরশিদ কচুয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত  হাজীগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা