হাজীগঞ্জে ব্র্যাকের আয়োজনে হাত ধোয়া শিখলেন নারীরা
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজিরগাঁও ৯ নং পল্লী সমাজে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ, পারিবারিক নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।সভার শুরুতেই পল্লী সমাজ সদস্যদের ও তাদের পরিবারের সকল সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সভা শেষে সঠিক নিয়মে হাত ধোঁয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও ক্যাম্পেইন সুষ্ঠ ভাবে পরিচালনায় সহায়তা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় কর্মসূচি হাজীগঞ্জ শাখার কর্মকর্তা মো. তফিজুল ইসলাম ( এফ.ও)।