পুকুরে ডুবে স্কুলছাত্রী ফারজানার মৃত্যু
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ পৌরসভায় চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী ফারজানা আক্তার (৯) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। স্কুলছাত্রী মকিমাবাদ মালি বাড়ির মনির হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালি বাড়ি থেকে ফারজানাসহ আরো দুই বান্ধবী একত্রে গোসল করতে নামে। তারা নিজেরা পুকুরের পানিতে খেলার ছলে ফারজানা ডুবে যায়।
পানির নিচ থেকে উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।