সেক্টর কমান্ডার আবু ওসমানের মৃত্যুতে মেয়র মাহফুজুল হকের শোক
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হক
শনিবার (৫ সেপ্টেম্বর) শোকবার্তায় সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মাহফুজুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
তিনি মরহুম আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী চাঁদপুরের কৃতি সন্তান। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও গ্রামের চৌধুরী বাড়ীর বাসিন্দা। স্বপরিবারে ঢাকা ধানমন্ডিতে বসবাস করতেন।