হাইমচরে মেঘনায় বিশেষ অভিযানে ৫ জেলে আটক
হাইমচর প্রতিনিধি
Link Copied!
জেলার হাইমচর উপজেলায় মেঘনায় অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় নীলকমল নৌ-পুলিশের বিশেষ অভিযানে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের এস্আই মোঃ শফিউল বাদী হয়ে হাইমচর থানায় মৎস্য আইনের ৫(২) এর খ ধারায় একটি মামলা দায়ের করেন।
গত ২৭ আগষ্ট রাতে হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশের ওসি আবদুল জলিলের নেতৃত্বে ও এসআই শফিউলসহ মেঘনায় বিশেষ অভিযানে ৫ জেলে, কারেন্ট জাল ও একটি নৌকা আটক করেন। আসামীদের চাঁদপুর জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত জেলেরা মোঃ হান্নান শিকদার (৩০) পিতাঃ ইসমাইল শিকদার, আবুল হোসেন দজ্র্(ি২৫) পিতাঃ আমির হোসেন, আমির হোসেন (২০) পিতা জলিল খান, আন্না শিকদার (২০) পিতাঃ ইসমাইল শিকদার, জামাল খা (২৫) পিতাঃ রশিদ খা উভয় বরিশাল জেলার হিজলা থানার চরমেমানীয়া গ্রামের বাসিন্দার।