বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফরিদগঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম মাসুদের সভাপতিত্বে উপজেলা সদরের আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনে হলরুমে সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষের,
পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি মাওলানা মাহফুজ উল্লাহ সাধারণ সম্পাদক এস এম সবুজ ভদ্র,
সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব।
আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মোঃ আব্দুর রব সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার নবনির্বাচিত কমিটির সহ সভাপতি গাজী আব্দুর রশিদ,
হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান পাভেল, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রাজু, কোষাধক্ষ্য মোহাম্মদ শফিউল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন,
দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, ক্রিয়া সম্পাদক সাখাওয়াত হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন মোহন, শিশুও মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার,
সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রুমা আক্তার তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মোহাম্মদ হুজ্জাতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য আহসান হাবীব, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেনসহ,নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,
শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ব্যাপক ভূমিকা পালন করে আসছে।
আগামী দিনেও তা অব্যাহত থাকবে শিক্ষার্থীদের নতুন কারিকুলাম তৈরিতে কিন্ডারগার্টেন এর ভূমিকা অপরিসীম। শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রাখা টাই হচ্ছে অ্যাসোসিয়েশনের মূল লক্ষ তাই গণমাধ্যমের সহযোগিতায় এই বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে চাই।
সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার ব্যাপক সহযোগিতা করেছে এই করোনাকালে কিন্টারগার্ডেন গুলোকে কোন সহযোগিতা করা হয়নি।
আমরা চাই আগামী দিনগুলোতে কিন্ডারগার্টেন গুলোর শিক্ষকদের পাশে দাঁড়াবে সরকার।