মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ঘর-গুদামঘরসহ ভষ্মিভূত

মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২০ | ১১:৪১
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২০ | ১১:৪১
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর রসিকদের বাড়ীতে দুবৃত্তদের অগ্নিকান্ডে নারায়ন চন্দ্র দে’র পাকঘর ও গুদামঘর ভস্মিভূত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে এলাকাবাসী ও নারায়ন চন্দ্র দে জানান, একই এলাকার রুহুল আমিনের ছেলে দেলোয়ার (৪৫) এর সাথে গত ১০ আগস্ট আমার একটি গরু তার ক্ষেতের ধনঞ্চা খেয়ে ফেলে। এ নিয়ে দেলোয়ার আমাকে এলোপাথারি মারধর করে। পরে দেলোয়ারসহ তার ভাতিজা সৈয়দ আলীর ছেলে জহর আলী, ফারুক, সুমন, শাহাদাত, রুহুল আমিনের ছেলে সুফিয়ান ও মনির এক জোট হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের উপর হামলা করে মারধর করে।

ঘটনার সময়ে দেলোয়ার আমাকে ও পরিবারের লোকজনকে ক্ষতি করিবে এবং আমার ঘর বাড়ী জ্বালিয়ে দিয়ে আমাকে বাড়ী ছাড়া করবে বলে জানায়। ঘটনার ৫দিন পর গত ১৫ আগস্ট রাতের আধারে কে বা কাহারা আমার পাকঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়ীতে থাকা আমার জেঠাতো ভাই রনজিত দে মাছ চাষ করার পুকুর দেখতে উঠলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশ-পাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। এতে আমাদের ২লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়। পাকঘরের মধ্যে গুদাম ঘরে ধান, আলু, ভুট্টা, লাকড়ী, পাট ইত্যাদি ছিল।

বিজ্ঞাপন

দেলোয়ারের ভাতিজা শাহাদাত জানায়, দুই পক্ষের মধ্যে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ হয়েছে। গত ১৪ আগস্ট এ নিয়ে শালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি। তবে আমাদের কেউ তাদের ঘরে আগুন লাগাইনি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ফোকাস মোহনাকে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুখ্যাত নৌ ডাকাত বাবলা হত্যা মামলায় জনপ্রতিনিধিকে আসামী করার এলাকাবাসীর মানববন্ধন ট্রাম্পের ঘাঁটিতে এগিয়ে কমলা চাঁদপুরে ক্রেতা-বিক্রেতায় সরগরম ইলিশের আড়ত শেখ হাসিনাসহ ফ্যাসিবাদী দলের নেতাদের ‘প্রতীকী ফাঁসি’ ডিম ছাড়ার পরের ইলিশ নিয়ে চলছে গবেষণা নিষেধাজ্ঞা উঠতেই বাজারে ইলিশ, সাইজ ছোট দাম বেশি অনৈতিক কর্মকান্ড, অর্থ লোপাট’সহ অনিয়মের ফিরিস্তি ফাঁস দুই পর্বে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা চাঁদপুরে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের জনতার বাজার হাজীগঞ্জ তারালীয়ায় বিএনপির সম্মেলন হাজীগঞ্জে জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারী ফুটবলারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা সুপারি নিয়ে ঝগড়া, ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা চাঁদপুরে ৩০ বছর পর পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে গুরুত্বপূর্ণ এসবি খাল সেচ্ছাসেবক দলের সভাপতির পিতার দাফন সম্পন্ন হাজীগঞ্জে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ হাজীগঞ্জে শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা মতলব উত্তরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু