মতলব পৌর যুবলীগ নেতা আহসান মৃধার নেতৃত্বে গাছের চারা রোপণ
মাহফুজ মল্লিক
Link Copied!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মতলব পৌর যুবলীগ নেতা আহসান মৃধার নেতৃত্বে গাছের চারা রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে সারা দেশে এক কোটি গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের পরামর্শে এ চারা রোপন করেন মতলব পৌর আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মোঃ আহসান মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা সবুজ সরকার,রাম বিশ্বাস, কাইয়ুম,জাহাঙ্গীর, বাবু ও মাহবুব প্রমুখ।