হাজীগঞ্জে করোনায় সুস্থ হলেন ৩৩ জন, চিকিৎসাধীন ৫৩ জন
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।
রোববার রাত ৯ টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহমেদ চিশতী এ তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য কর্মকর্তার তথ্যনুযায়ী, হাজীগঞ্জ উপজেলায় এখন ৫৩ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বেশিরভাগ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬২ জন। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যুর পর করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তবে, মৃতের সংখ্যা আরও একজন বাড়বে। তিনি এনায়েতপুর গ্রামের বাসিন্দা। শনিবার সকালে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মোবাইলে ঢাকা থেকে করোনা পজেটিভ মেসেজ আসে। আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জন কার্যালয়ে কোনো তথ্য না আসায় পরিসংখ্যানে আনা সম্ভব হয়নি।