চাঁদপুরে করোনায় আক্রান্ত ১ হাজার তিন, সুস্থ্য ৩’শ ৩২ জন
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুরে করোনায় আক্রান্ত ১ হাজার তিন, সুস্থ্য ৩’শ ৩২ জন। হয়েছে ৬০জনের।
শুক্রবার চাঁদপুর জেলায় আরো ৩১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১৩২টি। এর মধ্যে পজিটিভ ৩১টি এবং নেগেটিভ ১০১টি।
আক্রান্ত ৩১ জনের মধ্যে চাঁদপুর সদরের ২১, হাইমচরে ২, মতলব দক্ষিণে ২, মতলব উত্তরে ২, ফরিদগঞ্জে ১, হাজীগঞ্জে ২ ও শাহরাস্তিতে ১জন।
জেলায় আক্রান্ত ১০০৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪০৪, হাইমচরে ৭৭, মতলব উত্তর ৭০, মতলব দক্ষিণ ১০৯, ফরিদগঞ্জ ১০১, হাজীগঞ্জ ৯৭, কচুয়া ৪৩, শাহরাস্তি ১০২জন।
জেলায় আজকে পর্যন্ত করোনায় মৃত্যু ৬০জন। এর মধ্যে চাঁদপুর সদরে ১৭, ফরিদগঞ্জ ৭, হাজীগঞ্জ ১৬, শাহরাস্তি ৪, কচুয়া ৫, মতলব উত্তর ৮ ও মতলব দক্ষিণ ৩জন।