ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত
চাঁদপুরে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী মোঃ সাগর মিজি (২২) নামের এক যুবক নিহত হয়েছে। একই সাথে মটর সাইকেল চালক সোহাগ মুন্সি (২৩) বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক চালক বেলাল কে আটক করে থানায় নিয়ে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৩০জুন) দুপুর ১টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর ওয়াপদা রোডে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহত সাগর মিজি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মিজি বাড়ির শহীদ মিঝির ছেলে। সে ঢাকা বঙ্গমার্কেটের জুতা দোকানের কর্মচারী ছিল।
নিহত সাগরের জেঠাত ভাই মোঃ সাদ্দাম জানায়, নোয়াখালী থেকে আসা (ফেনী ট ১১-০৮৩৪) ট্রাকটি ১৫০ সিসি পারসার গাড়িটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে মটর সাইকেলে থাকা সোহাগ ও সাগর কে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ সেলিম জানায়, ঘটনাস্থল থেকে চালক বেলাল ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসি।