হাজীগন্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে চতুর্থ দফায় বৃক্ষরোপণ
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
‘মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান’- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় অংশ হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি চলছে।
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর নেতৃত্বে চতুর্থবার বৃক্ষরোপণ করা হয়।
শনিবার হাজীগঞ্জ উপজেলা ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়। পঞ্চম দফায় বৃক্ষরোপন কার্যক্রম কাকৈরতলা জনতা কলেজ ও জনন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হবে বলে জানান ছাত্রলীগ নেতা মেহেদী হাছান রাব্বী।
তিনি আরো জানান, মুজিব শতবর্ষে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-উপজেলা ও শহরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।