চাঁদপুরে করোনায় মারা গেলেন ৫০ জন
চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। আক্রান্ত হয়েছেন ৭শ ১৩জন।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জেন ডা. সাখাওয়াত উল্ল্যাহ বলেন, শুক্রবার সকালে ১৯৯ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে নতুন করে ৪৪ জন করোনায় আক্রান্ত। বাকিদের নেগেটিভ। করোনা উপসর্গে মৃত মতলব উত্তর উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা আবদুল বারেকের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
নতুন করে আসা রিপোর্টে চাঁদপুর সদর উপজেলার ১৮ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৭ জন, হাইমচর উপজেলার ৭জন, শাহরাস্তি উপজেলার ৬ জন, মতলব উত্তরে পাঁচজন, কচুয়ায় একজন করোনায় আক্রান্ত ।
এদিকে জেলার বিভিন্ন উপজেলার মধ্যে চাঁদপুর সদরে ২৮৭, হাইমচরে ৪৭, মতলব উত্তরে ৪১, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জ ৭২, হাজীগঞ্জ ৬৮, কচুয়া ৩১ ও শাহরাস্তিতে ৯৩জন।
এছাড়া জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুের সংখ্যা ৫০জনের মধ্যে চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, হাজীগঞ্জে ১৪জন, শাহরাস্তি ৪জন, কুচয়ায় ৫জন, মতলব উত্তরে ৬জন ও মতলব দক্ষিন উপজেলায় ২জন।