চাঁদপুরে নতুন ১৭ জনের করোনা শনাক্ত
চাঁদপুর জেলায় নতুন করে সাত উপজেলায় আরও ১৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন ১৭ জনসহ জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪৯জন। সুস্থ্য হয়েছেন ১৮৪জন। উপসর্গ নিয়ে জেলায় মৃত্যু অব্যাহত।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত জেলার মতলব দক্ষিণ, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলায় ৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ১৫১ টি। এর মধ্যে ১৭টি পজিটিভ এবং ১৩৪টি নেগেটিভ। শনাক্ত হওয়া নতুন ১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৪, হাইমচর ৪, মতলব উত্তর ৩, কচুয়া ১, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ১, শাহরাস্তি ২।
আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৬৯, হাইমচরে ৪০, মতলব উত্তরে ৩৬, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জ ৬৫, হাজীগঞ্জ ৬৮, কচুয়া ৩০ ও শাহরাস্তিতে ৮৭জন।
এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করেছেন ৪৯জন (চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, হাজীগঞ্জে ১৪জন, শাহরাস্তি ৪জন, কুচয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন ও মতলব দক্ষিন উপজেলায় ২জন)।