হাজীগঞ্জ বাজারের কসাইখানা থেকে চুরি হওয়া গাভী উদ্ধার, কসাই আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২০ | ১১:৫৮
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৫, ২০২০ | ১১:৫৮
Link Copied!

চুরি হওয়া গাভী মেলেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কসাইখানায়। পুলিশ হাবিব নামের এক কসাইকে আটক করেছে। মহসীন নামেরনআরেক কসাই পালিয়ে যায়।

সোমবার রাত ১০ টার পর গাভীটির জবাই করার উদ্দেশ্যে কসাইখানায় নিলে ওত পেতে থাকা প্রহরীরা বিষয়টি বুঝতে পারে।

পরে মালিকপক্ষকে খবর দেয়। মালিকপক্ষ এসে গাভীটি সনাক্ত করে। মালিক পক্ষ থেকে পুলিশকে খবর দিলে হাজিগঞ্জ থানা পুলিশ গাভিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় পুলিশ প্রত্যক্ষদর্শীদের অনুরোধে হাবিব নামের এক কসাইকে আটক করে এবং অন্যজন পালিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করে।

বাচুরসহ হাজীগঞ্জ থানায় গাভী

চোরাই গাভীটি হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের অলিউল্লার। রবিবার রাতে গরু চুরি হয়।

বিজ্ঞাপন

অলিউল্লাহ ছেলে রাসেল বলেন, মাত্র দুইদিন হয়েছে গাভীটি বাচুর দিয়েছে। আমরা সবাই মর্মাহত হয়ে পড়ি।পরে ফেসবুকে ভিডিওর মাধ্যমে আমরা দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারই সূত্রে আমরা এসে গাভীটি সনাক্ত করেছি।

উদ্ধার হওয়া হওয়া গাভী।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গরু জবাই করার উদ্দেশ্যে হাজীগঞ্জ বাজারের কসাইখানায় আনা হয়। তখন মহসিন নামের এক কসাই পরিবারের সদস্য এখানে উপস্থিত ছিলেন। যখন মালিকপক্ষ পুলিশ-প্রশাসন উপস্থিত হবে খবর পায় তখন সে পালিয়ে যায়। কিন্তু ওর সাথে থাকা হাবিব নামের আরেক কসাইকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, গাভী চুরির মামলা প্রক্রিয়াধীন। মামলায় আসামি হিসেবে দুজনকে নামীয়সহ অজ্ঞত কয়েকজন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মায়া’সহ আ.লীগের পাঁচ নেতার শিল্প প্লট বাতিল হচ্ছে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ চাঁদপুরে ৪ বছর পর আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামীলীগের মামলা কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে আসছে ‘রুম নম্বর ২০১১’ হাজীগঞ্জে আই বি ডব্লিউ এফ সংস্থার সভা  ভারতের বিপক্ষে চাপে থাকাটাই আমাদের জন্য সুবিধাজনক বলাখাল কলেজে ঈদে মিলাদুন্নবী সা: পালিত  ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন তামিম সৌদি ফেরত প্রবাসীদের ৫ দাবি জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন রায়চোঁ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হাইমচরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলো আ.লীগ শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার