আবদুল মান্নান বেপারির মৃত্যুতে সাংবাদিক জাকির মজুমদারের শোক
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরুর বাবা আবদুল মান্নান বেপারির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও সমাজকর্মী জাকির মজুমদার।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্খিদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জাকির মজুমদার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে অভিভাবকহারা সদস্যরা যেন ধৈর্য্যের সাথে এ শোক সইতে পারেন সেজন্য মহান আল্লাহ সোবাহানাহু তাআলার কাছে প্রার্থনা করেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, মরহুম আবদুল মান্নান অত্যন্ত স্বজ্জন ও প্রিয়ভাষি ছিলেন। তার প্রতিবেশি হিসেবে ছোটকাল থেকেই তার ব্যক্তিত্ব ও সুন্দর আচরণের মাধুর্য দেখেছি। যার কারণে তিনি মহল্লার সকল স্তরের মানুষের প্রিয় এবং শ্রদ্ধাভাজন ছিলেন। আল্লাহ মরহুমের সকল ভালো কাজের প্রতিদান দিন ও তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
একই সঙ্গে আল্লাহ সোবাহানাহু তাআলার কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সহজ, সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করেন। কারণ, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি- আর তাঁর কাছেই ফিরে যেতে হবে।