হাজীগঞ্জে পিক-আপের ধাক্কায় বৃদ্ধ নিহত
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের পাতানিশ আড়ং বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় লেয়াকত আলী মজুমদার (৬০) নিহত হয়।
বৃহস্পতিবার সকাল ৭ টায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার সকালে ঢাকাগামী পিকআপভ্যানটির চালক ঘুমন্ত অবস্থায় সড়কের পাশে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা দেয় এবং গাছের সাথে আটকে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন বলেন, বৃদ্ধকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়। চালক পলাতক রয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পাতানিশ ওয়ার্ড ইউপি সদস্য খোরশেদ আলম সবুজ।