কচুয়ায় পাঁচ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার
পপুলার বিডিনিউজ রিপোর্ট
Link Copied!
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ হাজার পিস ইয়াবাসহ উম্মে হাসিনা নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার ২৭মে সকালে চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত উম্মে হাসিনা (৪১) কে কচুয়া উপজেলার তালতলী গ্রামের পাটওয়ারী বাড়ী থেকে তল্লাশী করে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলম জানান, ১০ দিনব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ৩য় দিনে অভিযান পরিচালনা করা হয়। কচুয়া থানায় ওই নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।