চাঁদপুরে তিন লাশ উদ্ধার
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার কচুয়া উপজেলার ভাই ছাড়া গ্রামে তানভীর নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে করেছে কচুয়া থানা পুলিশ।
একইদিন মতলব দক্ষিণ উপজেলায় খাদের গাঁও গ্রামে অটোরিকশাচালক মহিউদ্দিন খুন হয়েছে। লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা পুলিশ প্রশাসন।
এদিকে রোববার সকালে চাঁদপুরের বাগাদী চৌরাস্তা থেকে শরিফ তালুকদার নামে এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার আবদুর রকিব জানান, মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্ত করা হচ্ছে। আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব মামলার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।