ফরিদগঞ্জে কলেজ নিয়ে বিএনপির বিরুদ্ধে বিএনপির মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৪ | ৯:০৯
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৪ | ৯:০৯
Link Copied!

চাঁদপুরে ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের কমিটিকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন মাহবুব মোর্শেদ কচি নামের যুবদলের এক নেতা। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ জন নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন কচি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফরিদগঞ্জ থানায় মামলা করেন তিনি। এ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত রবিবার সকাল সাড়ে ১১টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে হামলার শিকার হন মাহবুব মোর্শেদ কচি। ওই দিন গল্লাক আদর্শ কলেজের কমিটিবিষয়ক একটি সভায় যোগ দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাচ্ছিলেন কচিসহ আরো কয়েকজন। এসময় পূর্ব পরিকল্পনা করে বিএনপি নেতা আমানত হোসেন গাজী, আমজাদ হোসেন শিপন, আবুল কালাম আজাদসহ আরো বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় বেদম মারধর করে তার পরিধানের কাপড়চোপড় ছিড়ে ফেলেন তারা।

বিজ্ঞাপন

একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

কচি অভিযোগ করেন, মূলত হামলাকারীদের দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে তার ওপর হামলা করা হয়। তবে হামলার বিষয় অস্বীকার করে বিএনপি নেতা আমানত হোসেন গাজী বলেন, কচির ওপর কে বা কারা হামলা করেছে তা জানি না। তবে ওই ব্যক্তির সঙ্গে ঘটনার দিন উপস্থিত অনেকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফরিদগঞ্জ গল্লাক আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি পদে মনোনয়ন দেয় বিএনপি নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অনুসারী যুবদল নেতা ও ব্যবসায়ী মাহবুব মোর্শেদ কচিকে। তবে তার এই পদের বিরুদ্ধে উঠে পড়ে লাগেন স্থানীয় বিএনপি নেতা এমএ হান্নানের অনুসারী উপজেলা যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ ও তার সমর্থকরা। এই নিয়ে গত কয়েকদিন উত্তেজনার পর বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাহবুব মোর্শেদ কচির পদটি স্থগিত ঘোষণা করেন। একইসঙ্গে আরেকটি আদেশে স্থগিত করা হয় ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত কলেজ কমিটি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম