চাঁদপুরে নকল নবীশদের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
সারাদেশের ন্যায় চাঁদপুরেও সকল নবীশ এসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। রবিবার সকালে চাঁদপুর রেজিষ্টার অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় তারা।
বক্তরা বলেন, সারাদেশ ব্যাপী ৫১৬ টি সাব-রেজিস্ট্রী অফিসের বৈষম্যের শিকার নকল নবীশদে চাকুরী জাতীয় করণের ১ দফা ১ দাবীতে এই অবস্থান কর্মসূচি। নকল নবীশদের চাকুরী সরকারী করণ হলে সরকারের নতুন করে কোন অর্থ অপচয় হবে না বলে জানান তারা। তাই শিগগির তাদের চাকুরী সরকারীকরণের দাকা তোলেন তারা।
এসময় বক্তব্য রাখেন জেলা নকল নবীশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও নকল নবীশ মজিবুর রহামনসহ আরো অনেকেই।