ডাব নেয়ার প্রতিবাদ করায় প্রবাসীর স্ত্রীকে মারধর আওয়ামী নেতার
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের ভাটেরাগাঁও গ্রামের প্রবাসীর স্ত্রী আমেনা বেগমকে (৪৮) পিটিয়ে রক্তাক্ত জখম করে বাগানে ফেলে রাখলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা বেলাল তপাদার ও তার স্ত্রী রাহিমা বেগম।
ঘটনা ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমান ৯টার সময় বিল্লাল হোসেন তপাদার ও তার স্ত্রী রাহিমা বেগম মিলে প্রবাসী মিজানুর রহমানের গাছের ডাব পেড়ে নিয়ে যায়।
এ বিষয়ে মিজানুর রহমানের স্ত্রী আমেনা বেগম তাদেরকে জিজ্ঞেস করলে বিল্লাল তপদার ও তার স্ত্রী দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে আমেনা বেগমের বসত ঘরের সামনে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করেন।
আমেনা বেগম অচেতন হয়ে যাওয়ায় সন্ত্রাসী বেলাল ও তার স্ত্রী রাহিমা বেগম তাকে পার্শ্ববর্তী সুপারির বাগানে ফেলে রাখেন।
এ বিষয়ে আমেনা বেগমের ছোট ভাই কামরুল ইসলাম জানায় একই বাড়ীর মাওলানা রফিকুল ইসলামের স্ত্রী আমার বোনকে বাগানে অচেতন অবস্থায় দেখতে পায়, এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
এরপর কামরুল ইসলাম ও তার বড় ভাইসহ তাকে চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করান।
কামরুল ইসলাম আরও জানায় তার বোনের চোখের অবস্থা অনেক খারাপ। লাঠি দিয়ে এলো পাতাড়ি মারধর করায় পুরো শরীর লীলা ফুলা ও রক্তাক্ত জখম হয়ে আছে, সে হাঁটতেও পারেনা এবং ডান চোখ ফুলে রক্ত জমাট হয়ে রয়েছে।
এই সন্ত্রাসী বেলালের অত্যাচার তারা অতিষ্ট হয়ে পড়েছে ইতিপূর্ব বহুবার তার ভগ্নিপতি ও বোনকে মারধর করেছেন।