পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’ জীবনধারার পরামর্শ ড. ইউনূসের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ৪:১৮
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ৪:১৮
Link Copied!

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বনে’র ওপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ২৯-এর ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনের ভাষণে তিনি এ পরামর্শ দেন।

ড. ইউনূস বলেন, ‘বেঁচে থাকার জন্য, আমাদের আরেকটি সংস্কৃতি তৈরি করতে হবে। একটি ভিন্ন জীবনধারার ওপর ভিত্তি করে আরেকটি পাল্টা সংস্কৃতি গড়তে হবে। এটি হবে শূন্য বর্জ্যের ওপর ভিত্তি করে। এ সংস্কৃতি নিত্যপণ্যের ব্যবহারকে সীমিত করবে, কোনো বর্জ্য অবশিষ্ট রাখবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই জীবনযাত্রা হবে শূন্য কার্বনের ওপর ভিত্তি করে, যেখানে কোনো জীবাশ্ম জ্বালানি থাকবে না, শুধু পুনঃনবায়নযোগ্য শক্তি থাকবে। এতে এমন একটি অর্থনীতি হবে যা প্রাথমিকভাবে সামাজিক ব্যবসার মতো ব্যক্তিগত পর্যায়ে শূন্য মুনাফার ওপর ভিত্তি করে তৈরি হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না, গুণগতভাবে উন্নত হবে। এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর করবে। উদ্যোক্তা হওয়ার নতুন শিক্ষার মাধ্যমে তরুণরা প্রস্তুত হবে। চাকরিপ্রার্থী তৈরির শিক্ষা উদ্যোক্তা-কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে।’

পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস বলেন, নতুন জীবনধারা চাপিয়ে দেওয়া হবে না, এটি হবে পছন্দ বেছে নেওয়ার মতো।

বিজ্ঞাপন

তিনি বলেন, তরুণরা সেই জীবনধারাকে পছন্দ হিসেবে বেছে নেবে। প্রতিটি যুবক তিন শূন্যভিত্তিক ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে। এগুলো হচ্ছে- শূন্য নেট কার্বন নির্গমন, শুধু সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে শূন্যসম্পদ কেন্দ্রীকরণ ও নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের যা করতে হবে তা হলো, এ গ্রহের নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন জীবনধারা গ্রহণ করা, যেখানে সবাই বসবাস করে। আজকের তরুণ প্রজন্ম বাকিটা করবে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি আশা করি আপনারা এই স্বপ্ন দেখায় আমার সঙ্গে যোগ দেবেন। আমরা যদি একসঙ্গে স্বপ্ন দেখি তবে তা সম্ভব হবে।’

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু সংকট তীব্রতর হচ্ছে এবং সে কারণে মানব সভ্যতা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মানুষ আত্ম-বিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আত্ম-রক্ষামূলক ও আত্ম-শক্তিবর্ধক একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক, আর্থিক ও যুব শক্তিকে কাজে লাগাতে হবে। আমরা, এই গ্রহের মানব বাসিন্দারা এই গ্রহের ধ্বংসের কারণ।’

সংশ্লিষ্ট সংবাদ:

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে অটো রিকশার ব্যাটারী নিতে চালককে খুন করে চার জন, ৩ জন গ্রেফতার : পুলিশ সুপার পায়ে পড়ে ঝড়গা করলে,  বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না: নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ শাহরাস্তিতে মাদক কারবারিকে সাজা শ্রীকালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিকআপ ভ্যানে আগুন  ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র যেকোন কার্যক্রমে  সহযোগিতা থাকবে’ চাঁদপুরে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা মেঘনা নদী থেকে আট বালুবাহী ড্রেজারসহ ১৬ সুকানী ও শ্রমিক গ্রেফতার চাঁদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের পর আরোহীর মৃত্যু  চাঁদপুরে মাওলানা সা’দ পন্থী তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান ও সমাবেশ হাজীগঞ্জে ৪০ পরিবারের মাঝে সেনাবাহিনীর শুকনা খাবার বিতরন সিআইপি অভ্যন্তরে জলবাদ্ধতা দূরীকরণে খাল খননের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নিসচার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবক গ্রেফতার মেঘনায় ড্রেজারসহ বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৪ বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যার অভিযোগ সেনাবাহিনীর সংবর্ধনা পেলেন মেজর রফিকুল ইসলাম