মতলব উত্তরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলা যুবদল ও ছেংগারচর পৌর যুবদলের আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে আগামী ২৭ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সভাপতিত্বে ও ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরকার রিংকু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ,
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহসিন, উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্তার গাজী, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম সরকার, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন প্রধান, কলাকান্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শামসুদ্দিন, ইউপি সদস্য মো. শিবলু, ইসলামাবাদ ইউপি সদস্য আল আমিন, ফরাজী কান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন মিন্টু, মুক্তি যোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় মতলব উত্তরের ছেংগারচর পৌর ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।