হাজীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
Link Copied!
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হাসান মিয়াজীর উদ্যোগে পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ রঞ্জন সাহার সভাপতিত্বে শনিবার সকালে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল সুমন, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, বিএনপি নেতা অহিদুল ইসলাম মহন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ ,বড়কুল নারায়ণ লোকনাথ মন্দির ও পূজামণ্ডপ কমিটির পক্ষে ডাঃ শ্রীবাস সাহা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু ইউছুফ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন রাজু প্রমূখ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল করিম মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন দিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।